মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮জুলাই সোমবার বিকাল ৩টায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে -ইসকন- এ অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। আয়োজিত রথযাত্রা মহোৎসবে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ হংসকৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী ।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব- রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া- ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান- মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া- রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন- শ্রী বিমল কুমার চন্দ্র- শ্রীবাস রায় -অপু- শ্রী সুখময় গৌর দাস- ড. পিকে সাহা- গণেশ চন্দ্র পাল- শ্রীমতি সীমা রাণী পাল- শ্যামচাঁদ রায়- শ্রী লক্ষ্মীনারায়ণ সাহা- শ্রী দিগেন বিশ্বাস প্রমুখ।