প্রতিনিধি- পূর্বাচল -নারায়ণগঞ্জ।।
সরকার পতনের পর পরই রূপগঞ্জের বিভিন্নস্থানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতি ঠেকাতে তারাবো পৌরসভার বরপা- আড়িয়াবো- সুতালড়া- মাসাবো ও তেঁতলাবো এলাকায় হিন্দু ধর্মীওদের মন্দির ও বাড়ি-ঘরে পাহাড়া বসিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত বুধবার রাত থেকে এ পাহাড়া বসায় তারা।
এ সময় নেতাকর্মীরা বলেন- আমরা বাঙালী জাতি সবাই ভাই ভাই। দেশের এই মুহুর্তে কোন মহল সংখ্যালঘুদের বাড়িতে কিংবা মন্দিরে যাতে হামলা করতে না পারে সে জন্য আমরা পাহাড়ায় বসেছি। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সামনে আমাদের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। কেন্দ্রীয়ভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দায়িত্ব পালন করে যাবো।