মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল নতুন শহরের ৫ নম্বর সেক্টর লেকপার্ক সুলফিনা এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী -বীর প্রতিক-।
পূর্বাচল ইয়ুথ ক্লাবের সভাপতি ইমন হাসান খোকনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান- উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল- সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া- মাছুম চৌধুরী অপু- মনিরুজ্জমান ভূইয়া- ডিকেএমসির পরিচালক নজরুল ইসলাম- সাংবাদিক এম. এ মোমেন- রিয়াজ হোসেন- রাসেল মাহমুদ- মাহবুব আলম প্রিয়- আবু কাওসার মিঠু- রিপন- সোহেল কবির- নুরে আলম ভুইয়া আকাশ- ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ- আরিফ খান জয়- সংগঠনের সাধারন সম্পাদক খোকন ভূইয়া- এ্যাডভোকেট রনি ভুইয়া- শাহীন ভূইয়া- সোহেল মাহমুদ- সেলিম রেজা- আবু সুফিয়ান- আজমির- নাঈম ইসলাম- রাকিব হাসান- সফিক- কামাল- তমাল হাসান- নাসিম ভুইয়া- আরো অনেকে।
এসময় প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী তার বক্তব্যে বলেন, দেশে পর্যাপ্ত গাছপালা না থাকায় আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়ে অনুভুত হচ্ছে। তিনি দেশের আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। পরে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে অতিথিরা বৃক্ষ রোপন করেন।