মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
৩০ জুলাই থেকে ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী- পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা করা হয়েছে।
১ আগস্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র্যালী বের করে উপজেলার আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের দিঘিতে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ ও মৎসচাষীরা। পরে উপজেলা সভাকক্ষে মৎসচাষী ও মৎস ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ -রূপগঞ্জ- সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক- উপজেলা সহকারী কমিশনার -ভূমি- সিমন সরকার- উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব- মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া- উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল-আমিন- রূপগঞ্জ উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন- সহকারী মৎস্য অফিসার আক্কাস আলীসহ উপজেলার মৎস্যচাষীরা ।
পরে উপজেলার স্ববলম্বী মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।