
মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজ ও লুটতরাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি মুড়াপাড়া বাজার থেকে রূপসী-কাঞ্চন বাইপাস সড়কে দিয়ে উপজেলা পরিষদ হয়ে মঠের ঘাট শিল্প কলা মাঠে এসে শেষ করে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, যুবদল নেতা মেহের কাজল, পলাশ ফারুক, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সানি মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি নাঈম আহম্মেদ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম নয়ন, মোঃ সালাউদ্দিন সানি, মোঃ শামীম, কলেজ ছাত্র দল নেতা সায়েম, মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলেক চানসহ মুড়াপাড়া ইউনিয়ন মহিলাদলের নেতৃবৃন্দরা।
শিল্পকলা মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন গত ২৮ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় আওয়ামী সন্ত্রাস বিরোধী শান্তিপূূর্ণ মিছিল বের করে। পথিমধ্যে ডন সেলিম ভাড়াটে আওয়ামী সন্ত্রাসীরা শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। হামলায় গুলিবিদ্ধসহ ২০-২৫জন নেতাকর্মী আহত হয়। এ হামলার ঘটনায় আমরা মুড়াপাড়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে জোরদাবি জানাচ্ছি।
এছাড়াও গত ২৮ জানুয়ারি মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাস বিরোধী মিছিলে হামলার ঘটনায় রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, ভোলাবো, দাউদপুর, তারাবো, রূপসীসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিকদলের নেতাকর্মীরা।