এস এম রনি
স্টাফ রিপোর্টার রূপগঞ্জ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের চাচা মঙ্গল মিয়া। নিহতরা হলেন বড় ভাই সোহেল মিয়া-২৫- ছোট ভাই -মোহাম্মদ ইসমাইল মিয়া-১৬-। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার ছোট সাকুয়া গ্রামে। তারা দীর্ঘদিন ধরে ডহরগাঁও জুলেখা বেগমের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। তারা রূপগঞ্জের ফকির ফ্যাশন পোশাক কারখানার শ্রমিক।
নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন- গত ২৫অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার জুলেখা বেগমের ভাড়া বাড়িতে কয়েলে আগুন ধরাতে গেলে লিকেজ গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার ভাই মোহাম্মদ বাবুল হোসেন-৪৭-ভাইয়ের স্ত্রী- সেলিনা বেগম-৩৭- ভাতিজা-মোহাম্মদ ইসমাইল মিয়া-১৬- সোহেল মিয়া-২৫- ভাইয়ের মেয়ে- তাসলিমা আক্তার-১২- ও ভাতিজার স্ত্রী- মুন্নী আক্তার-২২-দগ্ধ হয়। গতকাল মঙ্গলবার সকালে-মোহাম্মদ ইসমাইল মিয়া ও সোহেল মিয়ার মৃত্যু হয়। বাকিদের অবস্থাও সংকটাপন্ন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন- জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত দুই বছরে ডহরগাঁও গ্রামে গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে বিস্ফোরণের তিনটি ঘটনায় অন্তত ২৩ জন আহত ও ৭ জনের মৃত্যু হয়।