
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের চারতলা ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসিনা গাজী।
সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,
আওয়ামীলীগ নেতা ফিরোজ ভুঁইয়া, তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আক্তার মোল্লা প্রমুখ।
পরে ফিতা কেটে কলেজের নতুন চারতলা ভবন উদ্বোধন ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবীনদের গ্রহণ এবং কলেজ এমপিওভূক্ত করায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে সংবর্ধনা দেওয়া হয়।