
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুর চাইন্দা খোন্দকারপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে র্যাব-১৫ গ্রেফতার করেছে। বুধবার রাত দশটার দিকে র্যাব-১৫, কক্সবাজার’র ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, উখিয়া হতে একটি সিএনজি যোগে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ কক্সবাজার শহরের দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল রামু থানার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইন্দা খোন্দকারপাড়া এলাকার বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্কের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কৌশলে চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে র্যাবের আভিযানিক দল সিএনজি চালক মোঃ আব্দুল্লাহ ওরফে কোরবান আলীকে আটক করে। পরে আটককৃত ব্যক্তির দেহ ও গাড়ি তল্লাশী করে গাড়ির চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮ হাহার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি মোঃ আব্দুল্লাহ ওরফে কোরবান আলী (৩৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার আমীর হোসাইন ওরফে আমির আলীর পুত্র।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।