মোঃ মাসুদ রানা
মনি লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে রামগতি উপজেলা চর পোড়াগাছা ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে আরিফ হোসেন নামের এক যুবক। এ ঘটনায় এলাকাবাসি আরিফ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার -১৭ আগস্ট- রাত ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- নাছির উদ্দিন মেস্ত্রীর স্ত্রী বিবি ছকিনা, তার সাড়ে ৩ বছরের ছেলে ফাহিম ও নাতি ফারিয়া। ফারিয়া নাছির উদ্দিনের মেয়ে রোজিনার সন্তান।
পুলিশ ও এলাকাবাসী জানায়- নাছির উদ্দিনের আগের ঘরের সন্তান আরিফ হোসেন ঢাকা থেকে বাড়িতে এসে তার সৎ মা- ভাই এবং ভাগ্নিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশ ও সেনা সদস্যদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।
রামগতি থানার ওসি মোসলেহ উদ্দিন জানান- পারিবারিক কলহের জের ধরে তাদের হত্যা করেছে আরিফ। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।