
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রামগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে আগত রোগী ও স্বজনদের জন্য সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে।
আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ এ কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধানে এসময় পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সরদার, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
কয়েকজন রোগী জানান, সেবা নিতে আসলেও মানুষ হসপিটালের পানি খেতে চাইতো না। বোতলজাত পানি কিনতে বাধ্য ছিলো। এখন আলাদা করে খাবার পানির ব্যবস্থা চালু হওয়ায় রমজান মাসহ সবসময় সেবাগ্রহীতারা উপকৃত হবেন।