মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আবু তাহেরের বাবা মোঃ আব্দুল লতিফ বৃহস্পতিবার দিবাগত রাত-৫সেপ্টেম্বর-আনুমানিক ২ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালকরেছেন । -ইন্না-লিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজেউন-মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাংবাদিক আবু তাহের।
মরহুম আব্দুল লতিফের ছেলে সাংবাদিক আবু তাহের জানান- দীর্ঘদিন ধরে টিউমার- ডায়াবেটিসহ শরীরের অন্যান্য সমস্যায় ভুগছিলেন তিনি। গত আগস্টের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গত সপ্তাহে পেটের টিউমার অপারেশন করা হয়। টিউমার ইনফেকশন ও বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ শুক্রবার বাদ জুমা মরহুমের উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া জামে মসজিদে প্রাঙ্গনে জানাজা শেষে মা বাবার কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক আবু তাহেরের বাবার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল- সাধারণ সম্পাদক পাবেল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা- এছাড়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম- রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাউছার হোসেন- সাবেক সভাপতি ও রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুকসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ- জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক- রাজনৈতিক- সামাজিক- স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা গভীর শোক প্রকাশ করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।