
মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার -২৭ জুন ২০২৪ইং- দুপুরে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহান । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী- নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পাটোয়ারী- সাবেক ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মিঠু- সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী- ইউপি সদস্য আবুল কালাম মিরন- দাতা সদস্য আলী হোসেন নয়ন- অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন- ইব্রাহিম ভূইয়া প্রমূখ।
এ সময় অভিভাবক সদস্য সহ এলাকাবাসী স্কুলের ব্যাপক অনিময় দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন- এক সময়ের ঐতিহ্যবাহী পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য হারিয়ে ফেলেছে তাহা ফিরিয়ে আনার জন্য যাহা কিছু করার সব ব্যবস্থা করবেন।