
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে অগ্নিকাণ্ডে রুবেল হোসেন নামের এক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে । বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে । ঘটনাটি ঘটে আজ -২০ জানুয়ারি- সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড বরিয়াইশ গ্রামের আজিম সুতার বাড়িতে।
জানা যায়- সোমবার সন্ধ্যা বেলায় হঠাৎ রুবেলের ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেলে ঘরে বসবাসকারীরা ঘর থেকে বের হয়ে যায় এবং চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিভিন্নভাবে আগুন নিভাতে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে স্থানীয়দের নিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও রুবেলের সম্পূর্ণ ঘরে পুড়ে ছাই হয়ে যায় ।
ভুক্তভোগী শ্রমিক রুবেল জানান- আমি কাজে ছিলাম। হঠাৎ ফোন আছে ঘরে আগুন লাগছে। গাড়ি চালিয়ে পরিবার পরিজন নিয়ে কোন রকম জীবন যাপন করে আসছি। আগুনে আমার সর্বশেষ সম্বল টুকু পুড়ে ছাই হয়ে যায়। আমি এখন নিঃস্ব- কিভাবে পরিবার-পরিজন নিয়ে চলবো।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নুরুল আবসার জানান- আমরা খবর পেয়ে ঘঠনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এই সূত্রপাত ঘটে। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে।