নীলফামারী জেলার ডোমারে রাতে কোটা আন্দোলনের কর্মসুচী ফেসবুকে প্রচার করায় তিন যুবককে গ্রেফতারের অভিযোগ করেছে পরিবার।
বুধবার ভোররাতে ডোমার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশ বলছে কোটা আন্দোলনের সাথে এই গ্রেফতারের কোন সম্পর্ক নেই।
আটক যুবকরা হলো- ডোমার পৌরসভার আরডিআরএস মোড় এলাকার মৃতঃ আবু ওবায়দুর রহমানের ছেলে মোঃ ইয়াসিন আলী-২৪- । চিকনমাটি কাচারীপাড়া এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে মোঃ শরীফ হোসেন- ২৬- এবং ছোটরাউতা ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মিলন ইসলাম-২৫-।
এরআগে মঙ্গলবার মিলন ও শরীফ কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পোষ্ট দেন। ইয়াসিনও কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে পোষ্ট দেওয়ার কয়েকঘন্টা পরেই তাদের গ্রেফতারের ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন- রাত আনুমানিক তিন ঘটিকার সময় ৭- ৮ জনের পুলিশের একটি দল বাড়ীতে প্রবেশ করে তাদের খুজতে থাকে। এ সময় আমরা তাদের ডেকে দিলে পুলিশ মোবাইল সহ তাদের তুলে নিয়ে যায়। তবে কি কারনে তাদের নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা কোন জবাব দেননি। গ্রেফতারকৃত মিলন,শরীফ ও ইয়াসিনের নামে পুর্বে কোন মামলা ছিলনা বলেও পরিবরের সদস্যরা জানিয়েছেন। পরিবারের লোকজন আরো জানান- বুধবার সকালে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচীর পোষ্ট ফেসবুকে দেওয়ার কারনে তাদের আটক করা হয়েছে বলে তারা মনে করছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন আলী তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গত ৮মে ডোমার উপজেলা পরিষদের নির্বচনের দিন ফলাফল ঘোষনার সময় কন্ট্রোলরুম ভাংচুরের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। কোটা আন্দোলনের সাথে তাদের গ্রেফতারের কোন সম্পর্ক নেই বলেও তিনি জানান।

























