
রাজধানীর কদমতলীতে তিতাস গ্যাসের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী । শনিবার দুপুরে ইসলামাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ডের বাগানবাড়ী,নবিনবাগ,ইসলামাবাদ এলাকার শত শত নারী পুরুষ এতে অংশ নেয়। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,গত এক বছর যাবৎ এই এলাকায় গ্যাসের তীব্র সংকট। লাকড়ী চুলা দিয়ে রান্না করে খেতে হয়। ইসলামাবাদের হনুফা বেগম বলেন,বছরের পর বছর গ্যাসের বিল দিচ্ছি অথচ গ্যাস পাচ্ছিনা,গ্যাসের কারনে বাড়ী ভাড়া হয় না। এলাকাবাসী জানান,এই এলাকাটি দিন মুজুর ও শ্রমজীবী মানুষের বসবাস।তিতাস গ্যাস না পাওয়ায় অর্ধাহার ও অনহার দিন কাটাতে হচ্ছে। তারা আরো জানান,নতুন গ্যাস সংযোগতো নাই উল্টো তিতাসের অনুমোদিত লাইনে ও গ্যাস পাওয়া যায় না। ফলে চরম দূর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। এ বিষয়ে একাধিকবার তিতাস কতৃপক্ষকে জানান হয়েছে কিন্তু সমাধান না হওয়ায় আমরা এ মানব বন্ধন করেছি। অতিদ্রুত তিতাস গ্যাসের সমাধান না হলে সড়ক বন্ধসহ বড় ধরনের প্রতিবাদ করার কথা জানান।