মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার জমিসহ ঘর পেয়েছে ১৩৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই মোরেলগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ২ শতক জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের উপস্থাপায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল্লাহ-আল জাবির। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপকারভোগী পবিারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ উপজেলায় চারটি পর্যায়ে মোট ৩৮৭ টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে যার মধ্যে সারাদেশের সাথে একযোগে এ উপজেলার ১৩৭টি ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার জমিসহ ঘর পেয়েছে ১৩৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই মোরেলগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ২ শতক জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের উপস্থাপায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল্লাহ-আল জাবির। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপকারভোগী পবিারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ উপজেলায় চারটি পর্যায়ে মোট ৩৮৭ টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে যার মধ্যে সারাদেশের সাথে একযোগে এ উপজেলার ১৩৭টি ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা