
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
২য় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে তফশীলভূক্ত হয়েছে স্থগিত থাকা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ১০ জন। আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের মৃত্যুবরণ করায় প্রথম ধাপের তফশীলভূক্ত এ ইউনিয়নটির নির্বাচন স্থগিত হয়ে যায়।
২য় ধাপের তফশীলভূক্ত হওয়ায় আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা রয়েছে এ ইউনিয়নের নির্বাচন । ওই ঘোষণামতে শুক্রবার দিনভর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এখানে দলের ১০ জন নেতা নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।
নৌকা প্রতীক চেয়ে আবেদনকারীরা হলেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা শাহ্আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, মাষ্টার সাইদুর রহমান, হাসিব খান, আলমগীর হোসেন হাওলাদার, সায়েদুজ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার, রেজাউল করিম ও প্রায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর ছেলে আবু শান্ত হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 





















