Dhaka , Tuesday, 17 September 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ -ধর্ম উপদেষ্টা।। শেখ মুজিবকে চিরতরে হত্যা করেছে শেখ হাসিনা- এস.এম.ফজলুল হক।। মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে পবিত্র মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।। ঝালকাঠিতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু।। চট্টগ্রামে ভূমি অফিস পরিদর্শনকালে আবেদনকারীর হাতে ই-নামজারি খতিয়ান তুলে দিলেন ভূমি উপদেষ্টা।। রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন।। নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ।। আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক।। রামগঞ্জে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন।। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলো রামু বিএনপির সভাপতি মোক্তার।। তিতাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষ্যে আনন্দ র‍্যালী ও সভা অনুষ্ঠিত।। ঈদগড়ে গভীর রাতে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি -নগদ টাকাসহ মোবাইল লুট।। তারাকান্দায় রেজভীয়া দরবার শরীফের অনুসারীদের উপড় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলা যানবাহন ভাংচুর আহত-৫।। চাঁদাবাজি হত্যার হুমকিতে ২০ দিন নেই কর্মস্থলে।। লক্ষ্মীপুরে মাছঘাট দখল করে পদ হারালেন যুবদল নেতা।। তাহিরপুর সীমান্তে কোয়ারি ধ্বসে কয়লা শ্রমিক নিহত।। লাকসামে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু।। রাসুলের (স.)আদর্শের বিকল্প নেই -ধর্ম উপদেষ্টা।। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক।। রাজধানীর দক্ষিণখানে বাড়ি ভাংচুর লুটপাট ও বাড়িওয়ালাকে হত্যার হুমকি- মামলা দায়ের।। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত।। কক্সবাজারর টেকনাফর আলী ইয়াবা ট্যাবলেটসহ আটক।। চাঁদপুরে বৃষ্টিতে জনজীবন স্থবির।। ক্রীড়া জগতে বৈষম্য দূর করতে কাজ করবো মাসুদুজ্জামান।। সীতাকুণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ,অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।। মোংলায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের প্রীতি সমাবেশ।। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।। জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ।। পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত আহত সাতজন।। বকেয়া বেতন আদায়ের দাবিতে সাবেক এমপি কিরনের কারখানার শ্রমিকদের মানববন্ধন।।

মোংলায় লুটপাট করে মার্কেট দখল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:49:25 pm, Monday, 19 August 2024
  • 47 বার পড়া হয়েছে

মোংলায় লুটপাট করে মার্কেট দখল।।

মোঃ রুবেল খান
  
মোংলা বাগেরহাট।।
   
   
মোংলার শিল্পাঞ্চল দ্বীগরাজ বাজার সংলগ্ন  নাসির সুপার মার্কেট ও মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা চালিয়ে নগদ টাকা- স্বর্ণলংকার- গুরুত্বপূর্ণ দলিল- মটরসাইকেল ও মালামাল লুটে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে মোংলা থানায়। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫- ২০ জনকে অঞ্জাত আসামী আসামী করা হয়। আর মামলার দায়ের পর ক্ষিপ্ত হয়ে মার্কেটটি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে লুটকারীরা। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মামলা সুত্রে জানাযায়- গত ৬ আগষ্ট সকালে নাসির সুপার মাকের্টের অফিস কক্ষে প্রবেশ করে বসে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছিলেন- নাসির এন্টার  প্রাইজের ক্যাশিয়ার মোঃ সোহেল। এসময় হঠাৎ দ্বিগরাজ এলাকার বাসিন্ধা শাহিন শেখ ২৫- ৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তাদের অফিস রুমে প্রবেশ করে।  ক্যাশিয়ার সোহেল কে মারধর ও শাষরোধ করে হত্যার চেষ্টা করে। পরে অফিস কক্ষে থাকা নগদ টাকা -চারটি একাউন্ট এর চেক বই- গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও দলিল পত্র  এবং অফিসের সামনে রাখা একটি মটর সাইকেল নিয়েযায়। এর আগে অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে  সিসি ক্যামেরা খুলে নিয়েযায় হামলাকারীরা। এর পর মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা ও ভাংচুর চালায়। সেখান থেকে স্বর্ণলংকার ও বাসার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়েযায়। এসময় মারধর করা হয় মাকেটের মালিক নাসির হাওলাদার এর ছোট ভাই মশিউর ও তার স্ত্রী ও সন্তানদের। এ ঘটনার পর থানায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ী। পরে ১৮-০৮-২৪ তাং শাহিন শেখ সহ ১০ জনের নাম উল্লেখ করে আর অঞ্জাত ১৫-২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নাসির এন্টার প্রাইজের কর্মচারী মোঃ সোহেল।
মামলার বাদী সোহেল জানান- হামলা ও লুটপাটকারীরা মাকেটের মালিক নাসির হাওলাদার কে মেরে ফেলার জন্য খুজতে থাকে। তিনি -নাসির- যেহেতু খুলনায় থাকের তাই তাকে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলেযায়। তিনি দাবী করেন- হামলাকারীরা তাদের প্রায় সাড়ে পচিশ লক্ষ টাকার মালামাট লুট ও ক্ষতি করেছেন।
নাসির সুপার মার্কেটের মালিক নাসির হাওলাদার জানান- তার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে ১৯ আগষ্ট সকালে মাকেটে থাকা তার সাইনবোর্ড নামিয়ে ফেলে এবং তাদের একটি সাইনবোর্ড লাগিয়েদেয়। মার্কেটের ভাড়াটিয়াদের হুমকি ধামকি দিতে শুরু করে। নাসির আরো বলেন, হামলা ও লুটপাটকারীরা তাকে মেরে ফেলতে খোজাখুজি করছে তাই তিনি প্রান বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১০ জুলাই ২০১৩ নিজ নামে এক একর ৫৪ শতক  ও ১৯ নভেম্বার ২০১৩ স্ত্রী আসমার নামে ২৬ শতক জমি শাহিন শেখের নিকট থেকে খরিদ করে মাকেট টি নির্মান করেন নাসির।
মামলার এক নম্বর আসামী ও অভিযুক্ত শাহিন শেখ জানান- নাসির হাওলাদার তার নিকট মাকেটের জমি খরিদ করে ছিলেন। পরে সেই জমি তাকে ফেরত দেওয়ার কথা ছিলো। তিনি- মাকেটের মালিক নাসির হাওলাদারের নিকট টাকা পাবেন তাই মাকেটটি দখলে নিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান- লুটপাট ও হত্যার চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক মোংলা থানায় একটি মামিলা দায়ের হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ -ধর্ম উপদেষ্টা।।

মোংলায় লুটপাট করে মার্কেট দখল।।

আপডেট সময় : 02:49:25 pm, Monday, 19 August 2024
মোঃ রুবেল খান
  
মোংলা বাগেরহাট।।
   
   
মোংলার শিল্পাঞ্চল দ্বীগরাজ বাজার সংলগ্ন  নাসির সুপার মার্কেট ও মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা চালিয়ে নগদ টাকা- স্বর্ণলংকার- গুরুত্বপূর্ণ দলিল- মটরসাইকেল ও মালামাল লুটে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে মোংলা থানায়। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫- ২০ জনকে অঞ্জাত আসামী আসামী করা হয়। আর মামলার দায়ের পর ক্ষিপ্ত হয়ে মার্কেটটি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে লুটকারীরা। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মামলা সুত্রে জানাযায়- গত ৬ আগষ্ট সকালে নাসির সুপার মাকের্টের অফিস কক্ষে প্রবেশ করে বসে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছিলেন- নাসির এন্টার  প্রাইজের ক্যাশিয়ার মোঃ সোহেল। এসময় হঠাৎ দ্বিগরাজ এলাকার বাসিন্ধা শাহিন শেখ ২৫- ৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তাদের অফিস রুমে প্রবেশ করে।  ক্যাশিয়ার সোহেল কে মারধর ও শাষরোধ করে হত্যার চেষ্টা করে। পরে অফিস কক্ষে থাকা নগদ টাকা -চারটি একাউন্ট এর চেক বই- গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও দলিল পত্র  এবং অফিসের সামনে রাখা একটি মটর সাইকেল নিয়েযায়। এর আগে অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে  সিসি ক্যামেরা খুলে নিয়েযায় হামলাকারীরা। এর পর মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা ও ভাংচুর চালায়। সেখান থেকে স্বর্ণলংকার ও বাসার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়েযায়। এসময় মারধর করা হয় মাকেটের মালিক নাসির হাওলাদার এর ছোট ভাই মশিউর ও তার স্ত্রী ও সন্তানদের। এ ঘটনার পর থানায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ী। পরে ১৮-০৮-২৪ তাং শাহিন শেখ সহ ১০ জনের নাম উল্লেখ করে আর অঞ্জাত ১৫-২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নাসির এন্টার প্রাইজের কর্মচারী মোঃ সোহেল।
মামলার বাদী সোহেল জানান- হামলা ও লুটপাটকারীরা মাকেটের মালিক নাসির হাওলাদার কে মেরে ফেলার জন্য খুজতে থাকে। তিনি -নাসির- যেহেতু খুলনায় থাকের তাই তাকে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলেযায়। তিনি দাবী করেন- হামলাকারীরা তাদের প্রায় সাড়ে পচিশ লক্ষ টাকার মালামাট লুট ও ক্ষতি করেছেন।
নাসির সুপার মার্কেটের মালিক নাসির হাওলাদার জানান- তার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে ১৯ আগষ্ট সকালে মাকেটে থাকা তার সাইনবোর্ড নামিয়ে ফেলে এবং তাদের একটি সাইনবোর্ড লাগিয়েদেয়। মার্কেটের ভাড়াটিয়াদের হুমকি ধামকি দিতে শুরু করে। নাসির আরো বলেন, হামলা ও লুটপাটকারীরা তাকে মেরে ফেলতে খোজাখুজি করছে তাই তিনি প্রান বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১০ জুলাই ২০১৩ নিজ নামে এক একর ৫৪ শতক  ও ১৯ নভেম্বার ২০১৩ স্ত্রী আসমার নামে ২৬ শতক জমি শাহিন শেখের নিকট থেকে খরিদ করে মাকেট টি নির্মান করেন নাসির।
মামলার এক নম্বর আসামী ও অভিযুক্ত শাহিন শেখ জানান- নাসির হাওলাদার তার নিকট মাকেটের জমি খরিদ করে ছিলেন। পরে সেই জমি তাকে ফেরত দেওয়ার কথা ছিলো। তিনি- মাকেটের মালিক নাসির হাওলাদারের নিকট টাকা পাবেন তাই মাকেটটি দখলে নিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান- লুটপাট ও হত্যার চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক মোংলা থানায় একটি মামিলা দায়ের হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।