মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে’ -স্লোগানকে সামনে রেখে মোংলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের আয়োজনে সোমবার – ৮ জুলাই- মোংলা উপজেলার মাকোড়ঢোন ব্রিজ স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ উপ-মন্ত্রী বেগম হাবিবুর নাহার।
এসময় অন্যান্যদের মধ্যে মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার- কোডেকের বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের -বাপা- সহ-সাধারন সম্পাদক নুর আলম শেখ- কোডেকের প্রকল্প ব্যবস্থাপক রাগিব আহসান, জোনাল ব্যবস্থাপক মাহবুব আলম- বিএসআরএম গ্রুপের আঞ্চলিক প্রধান আবু জাফর সিদ্দিকসহ কোডেকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন- উপকুলীয় জেলা বাগেরহাটে প্রচুর বৃক্ষ রোপন করা প্রয়োজন। যার যার স্থান থেকে বৃক্ষ রোপনে এগিয়ে আসা উচিৎ। পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এক লক্ষ বৃক্ষ রোপনের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসার দাবী রাখে। গাছের যত্ন- পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীগণ সঠিকভাবে দায়িত্ব পালননের মাধ্যমে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগাতে উৎসাহি হবে।
কোডেকের বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান বলেন,কোডেকের পরিচালক কাজী ওয়াফিক আলনের নেতৃত্বে মোংলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ ফলদ ও বনজ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। শুধু গাছের চারা রোপন করেই শেষ নয়- এসব চারা রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা হবে।