
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুর শহরে সেনাবাহিনীর অভিযানে চাইনিজ ইয়ারগান, ইয়াবা, গাঁজা মিশ্রণের মেশিন ও দেশীয় ছুরিসহ ইমরান হেলালি প্রিন্স -৩৬- নামের একজনকে আটক করা হয়েছে।
রবিবার -২৬ জানুয়ারি- রাত পৌনে ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত মেহেরপুর শহরের বড় বাজারে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। আটককৃত প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।
জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে একটি চায়নিজ এয়ারগান- ৩৭ পিস ইয়াবা- ১টি গাঁজা মিক্সড রিফ্লিন্ডার মেশিন- ২টি স্মার্টফোন ও ৩ টি দেশীয় ছুরিসহ প্রিন্সকে আটক করে।
উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।