মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(০২মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি টীম লাশটি উদ্ধার করে।
মরদেহটি ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
অজ্ঞাত এ লাশটি কোন পাগলের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সকালে সোনাপুর গ্রামের মাঝপাড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় কৃষকরা। পরে সীমান্তের মেইন পিলার ১০৫ এর সন্নিকট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক ভারসম্যহীন ঐ ব্যাক্তি ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরও লাশটি সনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।