এম এইচ হৃদয় খান- গাজীপুর।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার -০৮ জানুয়ারি- বেলা সাড়ে এগারোটায় উপজেলার টেংরা পশ্চিম পাড়া মিশনবাড়িতে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ- তেলিহাটি ইউনিয়নের আমির মাওলানা জুবায়ের সরকার- টেংরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেদায়েতুল্লাহ- মাওলানা মাহমুদুল হাসান চমকপুরী- এবং মুফতি শামীম আহমদ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষা বিস্তারে এই মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন এবং নতুন ভবনের নির্মাণকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং এটি এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ- মসজিদ ও মাদ্রাসার শিক্ষক, এবং সচেতন মহলের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন ভবনের সফল সমাপ্তি কামনা করেন।
উল্লেখ্য, মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এলাকায় নারীদের জন্য ইসলামিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন বিকেলে স্কুল, কলেজের শিক্ষার্থী ও বয়স্ক নারীদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষার সুবিধা। নতুন ভবনের নির্মাণ সম্পন্ন হলে, এই প্রতিষ্ঠানটি আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সেবা দিতে সক্ষম হবে।