
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি মাইল্ড স্ট্রোক করেছেন।
বৃহস্পতিবার বিকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই উন্নত চিকিৎসার চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রামে চিকিৎসার উন্নত হলে বাড়িতে রেষ্ট নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার।
চিকিৎসকরা বলেছেন হাইপ্রেশারজনিত কারণে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছে মমতাজ উদ্দিন বাহারি। তার অবস্থা রাত পর্যন্ত স্থিতিশীল ছিলো। কক্সবাজারের চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায়,
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারীকে দেখতে তাঁর বাড়িতে গেলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতারা। এসময় তাঁরা অসুস্থ এই জ্যেষ্ঠ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,
কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল, সহসভাপতি এমকে আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন ও এরফানুল হক আফনান এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুহাম্মদ হোসেন সুমন।
প্রসঙ্গত, মমতাজউদ্দিন বাহারী স্ট্রোক করে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন।