মো: সোহেল
ভোলা ভোলা প্রতিনিধি।।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ১ নম্বর ওয়ার্ড থেকে রিতু নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোজ বুধবার -১৮ সেপ্টেম্বর- সকালে বোরহানউদ্দিন থানা পুলিশ মৃত্য রিতুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রিতু ওই ওয়ার্ডের পিকআপ চালক মো. নকিব ড্রাইভারের স্ত্রী ছিলেন।
মৃত্য রিতুর স্বামী নকিব জানান- তিনি রাজধানী ঢাকায় পিক-আপ চালান। সেই সুবাদে তিনি ঢাকাতেই থাকেন। ঘটনার দিন রাত ৪টা ৩০মিনিটের দিকে তাঁর স্ত্রী তাকে ফোনে কল দেয়। তবে তিনি কলটি রিসিভ করতে পারেননি। এরপর সকালে তার চাচাতো ভাই রাকিব তাকে ফোন করে জানায়- তাঁর স্ত্রী রিতু ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়।
মৃত্য রিতুর স্বজনদের ধারণা- একই বাড়ির বাসিন্দাদের সঙ্গে তাদের মনোমালিন্য রয়েছে। সেই ক্ষোভে হয়তো তারা রিতুকে মেরে ঝুলিয়ে রেখেছে। তাঁরা রিতুর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানায়।এদিকে পুলিশ বলছে- এটি আত্মহত্যা নাকি হত্যা। সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।