মোঃ আশিকুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জ বেলকুচিতে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অত্যন্ত জঘন্যতম কটুক্তি ও কুরুচিত মন্তব্য করায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এর আয়োজন করেন। উক্ত বিক্ষোভ মিছিলটি সকাল ৯,০০ ঘটিকায় চালা পলাশ মার্কেট থেকে শুরু করে মুকুন্দগাতি বাজার যাত্রী ছাউনি তে এসে শেষ হয় ।
এ সময় খেলাফত মজলিসের বেলকুচি শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন -১- সভাপতি- মুফতি হাবিবুল্লাহ-২-সহ-সভাপতি- মাওলানা আতিক-৩-সহ-সভাপতি- মাওলানা জুবায়ের-৪- সাধারণ সম্পাদক- মাওলানা আব্দুস সাত্তার-৫-মাওলানা মুসা-৬-মাওলানা আবু ইউসুফ শরীফ এবং আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের বেলকুচি উপজেলা শাখার সদস্যবৃন্দরা।
তাহারা এই সময়ে বলেন ভারত সরকারের পুরোহিত রামগিরি মহারাজ তিনি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে অত্যন্ত জঘন্যতম কুরচিত মূলক মন্তব্য করেছে।
আমাদের মাকে তুলে গালি দিলে যেমন লাগে- আমাদের বাবাকে তুলে গালি দিলে যেমন লাগে- তার চেয়ে বেশি আমাদের রাসুল (সাঃ) কে নিয়ে কেউ কটুক্তি করা তো দূরের কথা তার দিকে কেউ আঙ্গুল তুললে তার চাইতে বেশি আমাদের অন্তরে লাগে। আর সেই খারাপ লাগার কারণেই ভারতের মুম্বাই শহরে হাজার হাজার মুসলিম জনতার ঢল নেমেছে- আমরা মুম্বাইবাসীকে জানাতে চাই আমরা মুসলিম হিসেবে- আপনাদের প্রতিবেশী দেশ হিসেবে- আমরা আপনাদের পাশে আছি। আমরাও রাসূলকে ভালবাসি এ কথা জানিয়ে দিতে চাই।
মুম্বাই বাসী তোমরা একা নও সারা বিশ্বের মুসলিম উম্মাহ তোমাদের সাথে আছে। আমরা ভারত সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আর দেরি করা যাবে না পুরোহিত রামগির মহারাজ সহ সকল কটুক্তি কারী কে শাস্তির আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে।