মোঃ আল আমিন মল্লিক
বেতাগী উপজেলা প্রতিনিধি।।
পবিত্র ১২ই রবিউল আউয়াল এই দিনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরনে বিশ্বের মুসলিম উম্মাহ গন পবিত্র সীরাতুন নবী সাল্লাল্লাহু (আঃ) উদযাপন করে থাকেন।
আজ রবিবার ২২-০৯-২০২৪ তারিখ বাদ মাগরিব বেতাগী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের উদ্যোগে সীরাতুন্নবী( সঃ)(আঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুড়া মজুমদার ইউনিয়ন সাত ঘর মসজিদে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উক্ত সীরাতুন্নবী( সঃ)(আঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য
অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন
আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসাদুজ্জামান আল মামুন সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী বরগুনা।
বিশেষ অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য পেশ করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম বিশ্বাস আমির বেতাগী উপজেলা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন প্রভাষক শাহাদাত হোসেন মুন্না সেক্রেটারি জামায়াতে ইসলামী বেতাগী উপজেলা শাখা।
সভাপতি বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলামিন সভাপতি ৫নং বুড়া মজুমদার ইউনিয়ন জামায়াতে ইসলামী। সঞ্চালনায় জনাব মোঃ মজিবুর রহমান সেক্রেটারি জামায়াতে ইসলামী বুড়া মজুমদার ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বিভিন্ন সদস্য বৃন্দও স্থানীয় মুসল্লি গন।
প্রধান অতিথি সিরাজের নবী( সাঃ) সম্পর্কে বলেন কোন বিধান কিভাবে প্রয়োগ করেছেন তা জানতে পারি। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন
وَعنْ عائشة رضي اللَّه عَنْهَا قَالَتْ: “كَانَ خُلُقُ نَبِيِّ
ﷺ الْقُرْآنَ” رواهُ مُسْلِم في جُمْلَةِ حدِيثٍ طويلٍ.(١٦٢٤)
অর্থাৎ নবীজির আখলাক ছিল কুরআন।সুতরাং যে কুরআন এবং ইসলামকে বুঝতে চায় তাকে অবশ্যই নবীজির সিরাত পড়তে হবে। তাঁর জীবনী জানতে হবে।আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই পাওয়া যাবে, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একটি নির্ভরযোগ্য গ্রন্থ থেকে অধ্যয়ন করেছেন। অথচ প্রত্যেক অক্ষরজ্ঞানসম্পন্ন মুসলিমের জন্য এটি অপরিহার্য কর্তব্য ছিল। তাই আমরা সবাই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এ সময় বাংলাদেশ জমায়াতে ইসলামী বেতাগী উপজেলা সেক্রেটারি প্রভাষক মোঃ শাহাদাত হোসেন মুন্না বলেন জামায়াতে ইসলামীর দাওয়াতনামা প্রতি ইউনিয়নে গ্রামে মহল্লায় বাড়িতে পৌঁছে দিতে হবে ইসলামিক আগামী রাজ কায়েম করতে হবে কোরআনের বিধান দিয়েই ইনশাল্লাহ। তাই আপনারা নিজ স্থান থেকে দাওয়াতি পয়গাম পৌঁছে দিবেন।