
মোঃ আল আমিন মল্লিক ,বেতাগী বরগুনা প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ফিতাকেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে মেডিনোভা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি নতুন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অত্যাধূনিক সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠানটির আয়োজনে সোমবার -২০ জানুয়ারি- দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন এর করেন উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা বিএনপির আহবায়ক হূমায়ূন কবির মল্লিক- জামাতে ইসালামীর উপজেলা আমীর সাইদুল ইসলাম সোহরাব- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. নুরুল ইসলাম পান্না- বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির আহবায়ক আজিজুর রহমান হাওলাদার- পরিচালক হাফেজ মাহাবুবুর রহমান- বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু- সাধারণ সম্পাদক মহসিন খান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা- বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্নার সঞ্চালনায় দোয়ানুষ্ঠানে মোনাজাত করেন- বেতাগী মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতিকুর রহমান।
পরিচালক বৃন্দগণ জানান- এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়া নয়- সেবার মনোভাব নিয়ে কাজ করা। রোগীদের উন্নত চিকিৎসার জন্য সার্বক্ষণিক চিকিৎসক- ইসিজি মেশিন- আল্ট্রাসনো মেশিনসহ সকল প্রকার সঠিক পরীক্ষা-নিরীক্ষা এবং রোগীদের জন্য পরিপাটি কেবিনের সুব্যবস্থা রয়েছে। মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।