
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
বৈষম্যের গুয়েতেমালায় বন্দী সাম্য- মানবিকতা
আমার সন্তানরা রক্তের দামে কেনে-
আবু সাঈদের গুলিবিদ্ধ বুক
বিপ্লবের বান আনে।
মানুষের মুখোশ পরা জানোয়ারদের নির্বিচার বুলেট
সহস্র মুগ্ধের প্রাণ নেয় কেড়ে-
সহসাই ঘরে ফেরার প্রতিশ্রুতি দেয়া আদরের দুলালটিও
মায়ের বুকে লাশ হয়ে ফেরে।
তবুও অদম্য- অদ্ভুত সুন্দর স্বাধীনতার গান
আমার সন্তানদের কণ্ঠে মুক্তির ঝংকার তুলে,
হয়তো শাহাদাৎ- নয়তো স্বাধীনতা
অন্য সব অলি গলি ওরা গেছে ভুলে।
অবশেষে ছত্রিশ জুলাই বিকেল পৌনে তিনটায়
মুক্তির নব সূর্য বাংলার আকাশে মুখ তুলে,
মুক্ত বাতাসে নিশ্বাস ফেলে আমজনতা
ফসলের মাঠ দখিনা হাওয়ায় ওঠে দুলে।
ক্রমেই কেটে যায় ষোড়শী অমাবস্যা
আশার ডিঙি পদ্মা- মেঘনা- যমুনায় পাল তুলে-
ছাত্র – জনতার রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা
মুক্ত আকাশে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দুলে।