
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর থেকে।।
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জিয়উল হক জিয়ার সহধর্মিণী নাসিমা হক আজ মঙ্গলবার রামগঞ্জের বন্যা কবলিত মানুষ জনকে দেখতে আসেন এবং বন্যা কবলিত জনগনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় অনেক নেতা কর্মী নাসিমা হকের সাথে দেখা করার জন্য হুমরী খেয়ে পড়েন। এ সময় তিনি নেতা কর্মী ও স্থানীয় লোকজনদের উদ্দেশ্য বলেন- আমি এখানে রাজনীতি করতে আসিনি- সব বানবাসী মানুষদের দেখতে এসেছি। কোন মিটিং মিছিল করতেও আসি নাই। আমার গ্রামের মানুষ এতটা কষ্টে আছি- না আসলে দেখতে পেতাম না। আমার স্বামী জিয়া সাহেব বেঁচে থাকলে আপনাদের অনেক বেশি সহযোগিতা করতে পারতো। উনার জন্য দোয়া করবেন- আল্লাহপাক উনাকে যেন বেহেশত নসীব করেন।
আবেগ নিয়ে কথাগুলো বলেছেন- রামগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাবেক তিনবারের সাংসদ জিয়াউল হক জিয়ার সহধর্মিনী নাসিমা হক।
আজ বিকাল ৫টায় রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের জিয়াউল হক জিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণের পর তিনি এসব কথা বলেন।
এসময় এলাকাবাসী ও বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।