সাইফুল্লাহ নাসির
আমতলী -বরগুনা- প্রতিনিধি।।
বরগুনায় ডিবির অভিযানে ৮০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে।
১৬ই সেপ্টেম্বর র রাত সারে দশটার সময়ে বরগুনা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কড়ইতলা থেকে আবুল হোসেন এর ছেলে রুবেল আহমেদ -১৯- কে ৮০ -আশি- গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
বরগুনা ডিবির ওসি জাকির হোসেন এর নেতৃত্বে এস আই ইমাম হোসেন সঙ্গীও ফোর্স সহ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে বরগুনা ডিবির ওসি জাকির হোসেন বলেন- আটককৃত রুবেল হোসেনকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হবে।