মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার একমাত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা সংগঠন রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের উদ্যোগে আজ শনিবার দিন ব্যাপী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংঘের নেতাকর্মীরা প্রায় সাতশ দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সংঘের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরন করেন এনায়েত স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম সম্রাট- এডভোকেট মমিনুল ইসলাম- চাটখিল উপজেলা সমবায় অফিসার ও সংঘের সাবেক সভাপতি মনির হোসেন রনি- সাবেক সভাপতি মনোয়ার হোসেন- সাবেক সভাপতি মনির হোসেন জসী- সাবেক সভাপতি মাসুদুর রহমান- সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর আরিফ- সদস্য সাংবাদিক মাসুদ রানা মনি- সদস্য জসীমউদ্দিন- জুবায়ের আমিন খাঁন- শাহাদাত হোসেন নিজু,আরিফ হোসেন- মিরাজ হোসেন- মোঃ সাকি- রেদোয়ান- মোঃ সুমন ভাগিনা।প্রমূখ। এ সময় তারা চাল- ডাল- আটা- তেল- লবন- সুপেয় বিশুদ্ধ পানি- মোমবাতি- চিড়া,মুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।