
সদরপুর থেকে
শিমুল তালুকদার।।
ফরিদপুরের সদরপুরে আজ সকালে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সকাল ১০ টা থেকে আন্দলনকারীরা সদরপুর কলেজ মোড় এলাকায় অবস্থান করেন। পুলিশ আন্দোলনে বাঁধা দিলে আন্দোলনকারীরা পুলিশ কে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে নামেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী ও সদরপুর থানা পুলিশ। সদরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন আন্দলনরত শিকঝার্থীদের মাঝে উত্তেজনা ছরিয়ে পরলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী বলেন- পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে