ঢাকা- ১২ অক্টোবর।।
শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপসমূহের সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নিমিত্ত বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় একটি নিয়ন্ত্রন কক্ষ-কন্ট্রেল রুম- খোলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সারা দেশের পুজামন্ডপের মনিটরিং রিপোট এই কট্রোলরুমে সরবরাহ করা হচ্ছে-কন্ট্রোল রুম এর যোগাযোগ নাম্বার:১০৯৮-।
মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনি এই সামাজিক দায়িত্ব পালন করছে। এর মধ্যে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১০৮৯টি অফিসের ১১,১২৮ জন দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয়- জেলা ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা ছারাও ৭০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বপ্রণদিত হয়ে পুজামন্ডবে দায়িত্ব পালন করছে।
সমাজসেবা অধিদপ্তর ছারাও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ-
শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট -বাংলাদেশ-শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট- মৈত্রী শিল্প নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর কর্মকর্তা ও কর্মচারীরা এ দায়িত্ব পালন করছে।
দেশে মোট ৩২ হাজার পুজা মন্ডপে ৪ অক্টোবর থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর কর্মকর্তা ও কর্মচারীরা এবং আগামীকাল ১৩ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকবে । প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারীকে পুজামন্ডপে ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোষ্টার দায়িত্ব প্রদান করছে।
এ ব্যপারে মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর-সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছারা সকল কর্মকর্তা-কর্মচারীর -সনাতন ধর্মের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত- পুজাকালীন সময়ে ছুটি বাতিল করা হয়েছে ।