পাবনা প্রতিনিধি ।।
পাবনার ঈশ্বরদীতে স্বামীর সামনে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মারা গেছেন স্ত্রী। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত জুলি খাতুন (২৩) পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রামের জুয়েল রানার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জুয়েল রানা তার স্ত্রী জুলি খাতুনকে মোটরসাইকেলে নিয়ে পাবনার উদ্দেশে যাচ্ছিলেন। দাশুড়িয়া বাজারের গাফ্ফার প্লাজার সামনে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে পেছনে বসে থাকা জুলি খাতুন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন। এ সময় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ট্রাকের ধাক্কায় জুয়েল রানা আহত হলেও তার চোখের সামনেই স্ত্রী জলি খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।