পাবনা প্রতিনিধি।।
সহিদ মোল্লা -৪৪- নামে পাবনার চরমপন্থি এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সহিদ মোল্লা পাবনার আমিনপুর উপজেলার বড় দুর্গাপুর গ্রামের কানাই মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র কৃষ্ণ বিশ্বাস জানান- রমজান মাতুব্বরপাড়া এলাকার মেহগনি বাগানে সহিদ মোল্লাকে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।
এর পর কয়েকজন মিলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান- সহিদ মোল্লা চরমপন্থি নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা- চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।