পাবনা প্রতিনিধি।।
পাবনার ফরিদপুরে বুক জোড়া লাগানো যমজ দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা।
বুধবার -১৪ আগস্ট- ফরিদপুর উপজেলার গোপালনগর এ অবস্থিত লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুদের জন্ম হয়। বর্তমানে শিশু ও তাদের মা সুস্থ আছে।
শিশু দুটির উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনজুর রহমান। প্রসূতি মায়ের নাম আরজিনা -২৮-।
তিনি আটঘরিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সিফাত আলীর স্ত্রী। আরজিনার আরো তিনটি সন্তান রয়েছে। বুধবার ডাক্তার ডলি রানী বর্মন ও ডাক্তার আসিফ মাহমুদের টিম অস্ত্রোপচারের মাধ্যমে জমজ শিশুগুলোর জন্ম দেন।
প্রসূতি মায়ের সাথে কথা বলে জানা যায়- তিনি কয়েকবার আলট্রাসনোগ্রাফি করেছেন। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যমজ সন্তানের কথা বললেও জোড়া লাগানোর শিশু কথা কখনও বলেননি।
লাইফ কেয়ার হাসপাতালের মালিক মোঃ আসাদুজ্জামান বলেন- আমার হাসপাতালে এই প্রথম কোন জোড়া লাগানো শিশুর জন্ম হয়েছে।
যমজ শিশুগুলোর বাবা সিফাত আলী বলেন- আমি খুবই দরিদ্র আমি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। এই জোড়া লাগানো শিশুর চিকিৎসা করানোর মত সামর্থ্য আমার নেই।
যদি আমার দেশের কোন সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাকে চিকিৎসার সহযোগিতা করে তাহলে আমার এই অবুঝ শিশু দুটির জীবন বেঁচে যেতে পারে।
এদিকে জোড়া লাগানো শিশুর জন্মের খবর শুনে হাজারো মানুষ দেখতে হাসপাতালে ভিড় করছে। দেখতে আসা রুমা নামের এক স্কুল শিক্ষিকা বলেন- ফরিদপুরে এর পূর্বে এ ধরনের কোন জোড়া লাগানো শিশুর জন্ম হয়নি তাই লোকজনে দেখতে ভিড় করছে।