
পাবনা প্রতিনিধ।।
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বাবলুর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি।
এছাড়া ইউনিয়ন পরিষদের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙ্চুর করাসহ তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা লাগিয়ে দেন।
এসময় তারা চেয়ারম্যানের কক্ষের চেয়ার-নামফলক ও সচিবের কক্ষের কম্পিউটার- প্রিন্টার মেশিন ভাঙ্চুর করে। বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ প্রদর্শন ও তালা লাগানোর পর ইউপি ভবনের সামনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন-সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা,মোতালেব হোসেন-শামসুল আলম প্রমুখ।
উল্লেখ্য- চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে কেবলমাত্র গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আরী বাবলু দায়িত্ব পালন করছিলেন। এরআগে ১০টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে।