
এম জালাল উদ্দীন, পাইকগাছা
পাইকগাছায় লটারীর মাধ্যমে ইটের রাস্তা নির্মানের টেন্ডার সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে -গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড -এইচবিবি- করণ” নির্মাণ শীর্ষক প্রকল্পের এ টেন্ডার সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠেয় টেন্ডারের সময় কমিটি সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস- উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব- উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম- পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ- ঠিকাদার সেলিম রেজা লাকি- সৈয়দ মিনার হোসেন- শফিয়ার রহমান- সাইফুল ইসলাম- ইউসুফ সরদার- ইয়াসিন আরাফাত- নাঈম হোসেন- মামুন আব্দুল্লাহ- আনোয়ারুল ইসলাম- কামরুল ইসলাম ও সাদ্দাম হোসেনসহ সংবাদকর্মীরা।
জানা গেছে- টেন্ডারের ১ নং প্যাকেজ গড়ইখালী ইউনিয়নের বগুলার চক বাজার হতে নাছিমা মেম্বারের বাড়ি অভিমূখে ১০০০মিটার এইচবিবি করণ রাস্তা করা হবে।
যার প্রাক্কলিত নির্মান ব্যয় ধরা হয়েছে ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে ২৮৭ টি দরপত্র দাখিল হলেও বাতিল হয় ১১ টি। লটারিতে প্রথম হয় খুলনার মেসার্স উর্মী ট্রেডার্স।
প্রকল্পের ২ নং প্যাকেজ গড়ইখালী ইউপির নাছিমা মেম্বারের বাড়ি হতে মতি বিশ্বাসের বাড়ি অভিমুখে এইচবিবি ৫০০ মিটার রাস্তা নির্মান হবে। যার প্রাক্কলিত ব্যয় ৪২ লক্ষ ৩৪ হাজার টাকা। এ প্যাকেজে ২৫৭ টি দরপত্র দাখিল হলেও বাতিল হয় ১১ টি। লটারিতে প্রথম হয় খুলনার মের্সাস আয়ান এন্টারপ্রাইজ।