গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৩শত বোতল ফেন্সিডিল ও মাদক চালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাব্বি হাওলাদার (২০) ও মোঃ ইয়াছিন মোল্লা (২০)।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, একটি সঙ্ঘবদ্ধ দল বিপুল পরিমাণ মাদক নিয়ে নারায়ণগঞ্জে পাচার করবে। মাদক কারবারিদের আটক করতে র্যাব বন্দর থানাধীন মদনপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ সহ ২জনকে গ্রেফতার করা হয় ।
র্যাব ১১’র সিপিসি স্কোয়াড কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চালানের বিষয় স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশে ক্রয়- বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।