এম আবু হেনা সাগর
ঈদগাঁও -কক্সবাজার।।
কক্সবাজারের নবসৃষ্ট উপজেলার সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার এবার নানামুখী কার্যক্রমে সফলতার দ্বারপ্রান্তে এগুচ্ছেন।
২০২০ সালের শুরুর দিকে প্রতিষ্ঠালাভ করা সামাজিক ও মানবিক সংগঠনটি সে থেকে বিভিন্ন কর্মসূচি পালন কার্যক্রম অব্যাহত রেখেছেন। ম্যাসেনজার ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে এ সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন চিকিৎসক- শিক্ষক- শিক্ষার্থী- ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধি। সংগঠনের সভাপতি রেহেনা নোমান কাজল, সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের সুদক্ষ নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সুশিক্ষিত ও কর্মঠ সদস্যদের আন্তরিকতায় এগিয়ে যাচ্ছেন যুব ঐক্য পরিবারের নানামুখী নান্দনিক কার্যক্রম।
যুব ঐক্য পরিবার কর্তৃক ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থান- শিক্ষা প্রতিষ্ঠান- পথচারী- সাধারণ মুসল্লী- সাংবাদিকসহ মহেশখালী- চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলায় মসজিদে টুপি বিতরণ- জায়নামাজসহ তাসবিহ বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে যুব ঐক্য পরিবার ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন হেফজখানা ও মসজিদে অসংখ্য কোরআন শরীফ বিতরণ করা হয়। এটি বতমানেও চলমান রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী ও বৃক্ষরোপণসহ বিতরণ করা হয়। বার্ষিক সম্মিলনের মাধ্যমে নতুন কমসূচীর পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিগত সময়ে করোনার মত কঠিন মুহুর্তে অসহায়,হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরণ -মসজিদে মসজিদে সাবান বিতরণসহ তিন হাজারের অধিক মাস্ক বিতরণ করে জনগণের হৃদয়ে স্থান করে নেন এই সামাজিক সংগঠনটি।
অন্যদিকে ঈদগাঁও-রামু-সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক- ইভটিজিং- বাল্যবিবাহ- কিশোরগ্যাং প্রতিরোধসহ কোরান ও নামাজ শিক্ষা চালুর দাবিতে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ করে প্রশংসিত হয়েছেন সকলের মাঝে।
পাশাপাশি সংগঠনের পক্ষে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া -রক্তশূন্যতা- রোগীর পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা আদায়- ঈদগাঁওতে কারিগরি শিক্ষা -ভোকেশনাল কোর্স- চালুর দাবিতে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন প্রদান- ঈদগাঁওতে থ্যালাসেমিয়া সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে রক্তশূন্যতা রোগীর তালিকাও করা হয়।
২০২৪ সালের ৭মার্চ -ঐতিহাসিক একটি দিনে- যুব উন্নয়ন অধিদপ্তর- কক্সবাজার জেলা অফিস থেকে নিবন্ধন সনদ লাভ করেন একঝাঁক তারুন্যের সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার।