অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দেবালয় মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলম মোল্লা। এসময় দেবালয় মন্দিরের সভাপতি গণেশ চন্দ্র নন্দীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌরসভার ১.২. ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানা পারভীন- বাবু সতীশ চন্দ্র দে- ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া- পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ- ছাত্রনেতা সৈকত হোসেন।
দেবালয় মন্দিরের সহ সভাপতি কার্তিক নন্দীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক -ভারপ্রাপ্ত- অরূন দত্ত- দড়িহাওলাপাড়া কৃষ্ণ মন্দিরের সভাপতি খোকন সরকার ও সাধারণ সম্পাদক চন্ডী সূত্রধর প্রমূখ।
সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের বিএনপি তাদের পাশে রয়েছে। আগামী দিনেও বিএনপি সংখ্যালঘুদের পাশে থাকবে। পলাশ উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য কাজ করব। একটি সুন্দর দেশের জন্য আমাদের সবাই এক সাথে কাজ করব।