অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নরসিংদীর জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী জামিনে কারামুক্তি পেয়েছেন।
মনজুর এলাহী কে নির্বাচনের আগে গ্রেফতার করা হয়। প্রায় তিন মাস পর গত কাল মনজুর এলাহী কারামুক্ত হলেন। কারামুক্তির খবর শোনে শত শত বিএনপি নেতা কর্মীরা মনজুর এলাহী কে এক নজর দেখার জন্য ভীড় করেন। বিএনপির কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন। এ সময় মনজুর এলাহী কে হাসি মুখে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করতে দেখা যায়।
কারামুক্তির পর মনজুর এলাহী বলেন, আমরা বিএনপি জিয়ার সৈনিক গনতন্ত্র কে রক্ষা করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। বুকের ভাষা, মুখের ভাষা, জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে । ক্ষমতার জন্য যারা রাজনীতি করেন তারা দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেন বলে আমি স্বীকার করি না। আমরা রাজনীতি করি এ দেশের মাটি ও মানুষের জন্য । ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। এ দেশে গনতন্ত্র কে ফিরিয়ে আনার জন্য আমরা যা করার তাই করব।