অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর শতবছরে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, চিএাংকন প্রতিযোগিতা, বৃক্ষ রোপন কর্মসূচি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন, আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, মো. জসিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মরিয়ম বেগম, নাজমুল শাহীন, মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. মাসুদ আলম, প্রদীপ সাহা প্রমুখ।