অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা- নির্যাতন- মন্দির- বাড়ি ঘর ভাংচুর- লুটপাট- অগ্নিসংযোগ- জায়গা – জমি দখল সহ সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নরসিংদী পৌরসভার সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনিল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অহিভূষন চক্রবর্তী- তারাপদ সাহা- রঞ্জন সাহা- শ্যামল সাহা- সাংবাদিক হলধর দাস- সাংবাদিক মাখন দাস- স্বপন বিশ্বাস- দীপক বর্মন- বিজয় রায়- অপু সাহা- সুব্রত কুমার দাস- তপন কুমার আচার্য- উওম মোদক- বিনয় সাহা প্রমুখ। এ ছাড়াও প্রতিবাদ সমাবেশে জেলা পূজা উদযাপন কমিটি- হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ- হিন্দু মহাজোটর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন।
যারা বলে বাংলা ছাড়, দেশ কি তাদের বাপ দাদার। আমার মাটি- আমার মা- দেশ ছেড়ে যাবো না। দেশ যদি হয় স্বাধীন- হিন্দু কেন পরাধীন। এ দেশে জন্ম আমার, দেশটা করো বাপের না। এ সব শ্লোগানে মুখরিত হয়ে উঠে নরসিংদী শহর।
প্রতিবাদ সমাবেশ থেকে দাবি করছেন সংখ্যালঘু মন্ত্রনালয় ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সহ চার দফা দাবি জানানো হয়। সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। সংখ্যালঘু ব্যবসায়ী ও জন সাধরনের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। সংখ্যালঘুদের ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি জানানো হয়।