মোঃ নেয়াজুর রহমান
চন্দনাইশ প্রতিনিধি।।
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে দখল করে থাকা অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা অভিযানে অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান- মহাসড়কের দু’পাশ অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। গতকাল এসব অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের নিকট উদ্ধারকৃত সড়ক হস্তান্তর করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে শাহাবুদ্দিনকে ৫০ হাজার-আইয়ুব আলীকে ১০ হাজার ও সোহেলকে ১ হাজার টাকা ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযানে দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন- সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন-ভূমি অফিসের নাজির আরিফুল হক- উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা- উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা- হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম- কর আদায়কারী অফিসার মিজানুর রহমান- লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া সহ কর্মকর্তা ও কর্মচারী- চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুলিশ- গণ্যমাধ্যম কর্মী- উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।