দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার -২০ আগস্ট- উপজেলার টাউনশ্রীপুর থেকে বর্ণাঢ্য র্যালী উপজেলা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গির কবির পল্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু- যুগ্ম-সম্পাদক রাজু আহম্মেদ, সদর ইউনিয়ন আহবায়ক মহসিন আলী- সদস্য সচিব হাবিবুল্লাহ- সখিপুর ইউনিয়ন আহবায়ক বেল্লাল হোসেন- বাবুল হোসেন- শিমুল হোসেন সহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা।
এছাড়া পারুলিয়ায় র্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা সেচ্ছাসেবক দলের অপর একটি গ্রুপ। এতে উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক আহম্মাদ আলী মোল্লা- যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান মিন্টু- যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম- সখিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আনারুল ইসলাম- কুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রশিদ- সিনিয়র যুগ্ম- আহবায়ক সুমন হোসেন- পারুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা রেজাউল ইসলাম- আল আমিন হোসেন- বেল্লাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেচ্ছাসেবক দলের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় বক্তরা বলেন- আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, খুনি হাসিনা আমাদের শান্তিতে ঘুমাতে দেই নি। আপনারা কেউ আইন হাতে নিবে না- আমরা সব কিছু সমাধান করবো আইনের মাধ্যমে।