পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি- আলোচনা সভা ও কেক কাটা হয়। মঙ্গলবার সকালে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর আলোচনা সভায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল আকাশ এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন- পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ- সদস্য সচিব হারেজ গনি- পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক- সদস্য সচিব সম্রাট গনি প্রমুখ। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে জানিয়ে বক্তারা বলেন- ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।