
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার- ভুমি- মিলন চাকমা- তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান- উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম- জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ- প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা.আল আমিন-মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান-প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা পারভিন ভানু- নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহান-পল্লি উন্নয়ন কর্মকর্তা কাজী হাসান মাহামুদ-সমাজসেবা কর্মকর্তা রাসেল আহাম্মেদ-
সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন- পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার- জাইকা কর্মকর্তা শরিফুল ইসলাম-সদর কড়িকান্দি ইউপি প্যানেল চেয়ারম্যান নারগিস আক্তার ও জগতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান হানুয়া বেগম প্রমুখ।