
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বসতঘর পুরে ছাই হয়েগেছে। এতে নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে আনুমানিক ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির দাবী।ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত দুইটায় উপজেলা কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের হাফেজ মাওলানা আবদুল মান্নানের বাড়িতে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় আশেপাশে লোকজন।ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া ওস্থানীয় চেয়ারম্যান ইব্রাহিম সরকার।ক্ষয়ক্ষতির স্বীকার মাওলানা আব্দুল মান্নান জানান- সোমবারে রাত অনুমানিক ২ টার দিকে হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে সব পুড়ে ছাই হয়ে গেছে।এখন আমি পথেই বসে গেছি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে।