আবুহায়াত আহমেদ
সুনামগঞ্জ প্রতিনিধি।।
আজ সোমবার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।মানববন্ধন ও পথসভার সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ইকবাল হোসেন ও রায়হান।
এখানে উপস্থিত ছিলেন ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আবির দাস- ট্যাকেরঘাট কলেজ শাখার প্রভাষক মোখলেছুর রহমান- তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের প্রভাষক আনোয়ার হোসাইন- রজনী লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ফখর উদ্দিন- ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাফিল মিয়া- এলাকার বিশিষ্ট মুরুব্বি আক্তার মিয়া- আলী আহমদ- মাইন উদ্দিন- রজনী লাইন মাস্টার বাড়ি প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: এনামুল হাসান ও তার প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ- রজনী লাইন মাদ্রাসা থেকে মুফতি জিল্লুর রহমান ও মাদ্রাসার ছাত্রবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বুরুঙ্গাছড়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াছিন মিয়া- ট্যাকেরঘাট স্কুলের প্রাক্তন ছাত্র মো: হাবিবুর রহমান- সোহেল আরমান- সঞ্জয়- ইকবাল হোসেন- আমির হোসেন- রায়হান প্রমুখ।এছাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান- আমিরুজ্জামান আমির- রহমতুল্লাহ- মোক্তার আহমেদ রাজু- মুজিবুর রহমান- ইব্রাহিম মিয়া প্রমুখ। এছাড়া মটর সাইকেল সমিতি পক্ষে উপস্তিত ছিলেন হানিফ মিয়া,বকুল মিয়া আরো প্রমুখ। এছাড়া এলাকার অনেক ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাকেরঘাট স্মৃতিসৌধ এর পাশে উপস্থিত সকল ছাত্র সমাজ ও এলাকার জনগন এক মত পোষন করেন এই মাদক বিরোধী মানববন্ধন ও পথ সভার মাধ্যমে আমাদের এলাকার এবং পর্যটন খ্যাত এরিয়া নীলাদ্রি ও এর আশেপাশে মাদক ব্যবসা বন্ধ হবে- এতে সবাই সবার সহায়তা প্রয়োজন। বিশেষ করে প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আবির দাস এই ব্যাপারে বক্তব্য দেন পুলিশ সবসময় এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করবে পুলিশ সবসময় এই ব্যাপারে সহযোগিতা করবে যেন এলাকায় যেন মাদকের ছড়াছড়ি না হয়। যুব সমাজ যেন এই মাদকের ব্যবসায় না জড়ায় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে সামজিক ভাবে।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ- ব্যবসায়ী সবাই ঐক্যমত পোষণ করেন। এছাড়াও এই পথ সভায় পর্যটন এরিয়ায় জলাশয় এবং এর আশপাশ দূষণমুক্ত রাখতে সকল নৌকা মালিক সহ- ঘাটের ব্যবসায়ী -পর্যটকরা যেন সচেতন হয় কথা বলা হয়।